শূন্যকাল ওয়েবজিনের ১৮তম সংখ্যা প্রকাশিত হলো


শূন্যকাল ওয়েবজিনের ১৮তম সংখ্যা ( Click Here ) প্রকাশিত হলো । প্রথমে জানাই সমস্ত লেখক , কবি ও চিত্রশিল্পীদের এই এতটা পথ আসার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ । শূন্যকালের জন্য উল্লেখযোগ্য একটি টেকনিক্যাল পরিবর্তন রয়েছে । পরিবর্তনটা হলো এই পত্রিকার আড্রেস আর প্রতি সংখ্যায় পরিবর্তন করা হবে না । যে কারনে পত্রিকার নাম প্রতিবার পালটে যায়, নতুন আড্রেস আসে আর ফেসবুক বা ইমেল ছাড়া ঐ লিঙ্কগুলো খোলা যায় না । আবার মনে রাখাও মুস্কিল হয়ে ওঠে । তার মুখ্য আড্রেস হলোঃ 

ক্লিক করুন :➽ http://shunyokaal18.blogspot.com

এইটাই মেন পেজ হিসাবে হোস্ট করা হলো । আগামী সংখ্যা ও পুরানো সংখ্যাগুলির লিঙ্ক ক্রমে ক্রমে এখানেই সংরক্ষিত করা হবে । পরবর্তী আরকাইভ সিস্টেম এখান থেকে ডেলিভারি করা হবে । আপ্লিকেশন অটোমেশন করার জন্যও একটা পার্মানেন্ট আড্রেস আমাদের দরকার ছিলো । পরিবর্ত হিসাবে আপনি এই সংখ্যার জন্য এই খানেও ক্লিক করতে পারেন :➽ http://shunyokaal18.blogspot.com

যারা যে সমস্ত মস্ত কবিদের সঙ্গে কাজ করলাম, দারুন অভিজ্ঞতা আর ভালোবাসা মধ্যদিয়ে গেলো । কবিতা ছাড়া আর কোন বক্তব্য ছিলো না । নেই ও । কবিতাকে পড়ার জন্য আবেদন রাখলাম । আপনাদের পাঠ প্রতিক্রিয়া শূন্যকালের আগামীর জন্য পাথেয় হোক ।

গদ্য :➽ দেবযানী বসু, দেবাঞ্জন দাস

সাক্ষাৎকার :➽  নীলিমা দেব / মলয় রায়চৌধুরী

সিরিজ কবিতা :➽ জপমালা ঘোষরায়,দেবযানী বসু,শুভ আঢ্য,তানিয়া চক্রবর্তী,রাহুল গাঙ্গুলী,শৌভ চট্টোপাধ্যায়,নীলাব্জ চক্রবর্তী,শাশ্বতী সান্যাল,সঞ্জীব নিয়োগী,অনিন্দিতা গুপ্ত রায়,প্রশান্ত বারিক
যশোধরা রায়চৌধুরী,অনিন্দ্য রায়,অরুণকুমার দত্ত

কবিকন্ঠে :➽ রিমি দে, শুভ আঢ্য,পায়েলী ধর

কবিতা :➽ ধীমান চক্রবর্তী,দিলীপ ফৌজদার,মেসবা আলম অর্ঘ্য,শিবশংকর পাল,অহনা সরকার,রাদ আহমদ,বিপ্লব গঙ্গোপাধ্যায়,কুমারেশ তেওয়ারী,অনিকেশ দাশগুপ্ত,মু্ক্তি মণ্ডল,বিজয়

ঘোষ,শুভ্র সরকার,রূপম দে,সুপ্রিয় চন্দ,সোনালী মিত্র,তুষ্টি ভট্টাচার্য, কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য, পীযূষকান্তি বিশ্বাস

চিত্রপটে:➽ প্রনবকুমার দে

বই কথা কউ :➽ বিপ্লব গঙ্গোপাধ্যায়

সারেআম :➽ পুরানো সংখ্যা

লেখাগুলি গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজড । লিঙ্কগুলো ডাইরেক্ট পেজ থেকেই শেয়ার করা যাবে । যদি কোন লিঙ্ক না খোলে বা অন্য যে কোন ভুলত্রুটি নজরে এলে আমাকে ইনবক্স করে জানাবেন । ধন্যবাদ ।






Comments

Popular posts from this blog

শূন্যকাল ওয়েবজিনের ২০ তম সংখ্যা প্রকাশিত হলো

শূন্যকাল-১৯ প্রকাশিত হলো ।

শূন্যকাল ১৮ আসছে