Posts

শূন্যকাল ওয়েবজিনের ২০ তম সংখ্যা প্রকাশিত হলো

Image
শূন্যকাল ওয়েবজিনের ২০ তম সংখ্যা (ক্লিক করুন) প্রকাশিত হলো । এবার একটু দেরীতে । দের আয়া, দুরস্ত আয়া । জানাই, সমস্ত লেখক , কবি ও চিত্রশিল্পীদের এই এতটা পথ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ । যারা পাশে থেকেছেন, নিয়মিত কথা বলেছেন, পত্রিকার কাজে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি । ক্লিক করুন :➽ http://shunyokaal.blogspot.com এইটাই মেন পেজ । পুরানো সংখ্যাগুলোকে এরেঞ্জ করে একটা সিস্টেমের মধ্যে আনা হয়েছে । এটা পার্মানেন্ট স্ট্রাকচার । স্থায়ী হিসাবে থাকবে । এই লিঙ্কগুলো অন্য পত্র-পত্রিকায় শেয়ার করা যাবে । পুরানো সংখ্যাগুলির লিঙ্ক এখানে সংরক্ষিত করা হয়েছে । শূন্যকালের ১৯ সংখ্যার পরিবর্ত হিসাবে এই খানেও ক্লিক করা যাবে ! http://shunyokaal.blogspot.com ক্লিক করুন :➽ http://shunyokaal20.blogspot.com পত্রিকার সূচীঃ গদ্য :➽ রবীন্দ্র গুহ সাক্ষাৎকার :➽ দিলীপ ফৌজদার সিরিজ কবিতা :➽ অনিন্দিতা ভৌমিক, অশোক তাঁতী,দেবযানী বসু, জপমালা ঘোষ রায়, পীযূষকান্তি বিশ্বাস কবিকন্ঠে :➽ নীলাব্জ চক্রবর্তী , শুভ আঢ্য কবিতা :➽ মুক্তি মন্ডল , প্রশান্ত বারিক, অর্ণব সাহা, বিদ্যুৎলেখা ঘোষ

শূন্যকাল-১৯ প্রকাশিত হলো ।

Image
শূন্যকাল ওয়েবজিনের ১৯ তম সংখ্যা ( Click Here ) প্রকাশিত হলো । প্রথমে জানাই সমস্ত লেখক , কবি ও চিত্রশিল্পীদের এই এতটা পথ আসার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ । যারা পাশে থেকেছেন, নিয়মিত কথা বলেছেন, পত্রিকার কাজে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ।  এবারও পত্রিকার মেন পেজ থেকে পত্রিকাটি খোলা যাবে । ফেসবুক থেকেও খোলা যাবে । ফেসবুকের লিঙ্কগুলো টাইমলাইনের অনেক পিছনে চলে যায় বলে , লিঙ্ক হারিয়ে যায় । সেই কারনে একটা লিঙ্কই মনে রাখুন । ক্লিক করুন :➽ http://shunyokaal.blogspot.in এইটাই মেন পেজ । পুরানো সংখ্যাগুলোকে এরেঞ্জ করে একটা সিস্টেমের মধ্যে আনা হয়েছে । এটা পার্মানেন্ট স্ট্রাকচার । স্থায়ী হিসাবে থাকবে । এই লিঙ্কগুলো অন্য পত্র-পত্রিকায় শেয়ার করা যাবে । পুরানো সংখ্যাগুলির লিঙ্ক এখানে সংরক্ষিত করা হয়েছে । শূন্যকালের ১৯ সংখ্যার পরিবর্ত হিসাবে এই খানেও ক্লিক করা যাবে ! ক্লিক করুন :➽ http://shunyokaal19.blogspot.com যারা যে সমস্ত মস্ত কবিদের সঙ্গে কাজ করলাম, দারুন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলো । কবিতা কবিতা বিষয়ক অন্যান্য নিয়ে এই শূন্যকাল ।  আপনাদের পাঠ প্রতিক্রিয়া জানার জন্য আগ্রহী থাক

শূন্যকাল ওয়েবজিনের ১৮তম সংখ্যা প্রকাশিত হলো

Image
শূন্যকাল ওয়েবজিনের ১৮তম সংখ্যা ( Click Here ) প্রকাশিত হলো । প্রথমে জানাই সমস্ত লেখক , কবি ও চিত্রশিল্পীদের এই এতটা পথ আসার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ । শূন্যকালের জন্য উল্লেখযোগ্য একটি টেকনিক্যাল পরিবর্তন রয়েছে । পরিবর্তনটা হলো এই পত্রিকার আড্রেস আর প্রতি সংখ্যায় পরিবর্তন করা হবে না । যে কারনে পত্রিকার নাম প্রতিবার পালটে যায়, নতুন আড্রেস আসে আর ফেসবুক বা ইমেল ছাড়া ঐ লিঙ্কগুলো খোলা যায় না । আবার মনে রাখাও মুস্কিল হয়ে ওঠে । তার মুখ্য আড্রেস হলোঃ  ক্লিক করুন :➽ http://shunyokaal18.blogspot.com এইটাই মেন পেজ হিসাবে হোস্ট করা হলো । আগামী সংখ্যা ও পুরানো সংখ্যাগুলির লিঙ্ক ক্রমে ক্রমে এখানেই সংরক্ষিত করা হবে । পরবর্তী আরকাইভ সিস্টেম এখান থেকে ডেলিভারি করা হবে । আপ্লিকেশন অটোমেশন করার জন্যও একটা পার্মানেন্ট আড্রেস আমাদের দরকার ছিলো । পরিবর্ত হিসাবে আপনি এই সংখ্যার জন্য এই খানেও ক্লিক করতে পারেন :➽ http://shunyokaal18.blogspot.com যারা যে সমস্ত মস্ত কবিদের সঙ্গে কাজ করলাম, দারুন অভিজ্ঞতা আর ভালোবাসা মধ্যদিয়ে গেলো । কবিতা ছাড়া আর কোন বক্তব্য ছিলো না । নেই ও । কবিতাকে পড়ার জন্য আবেদ

কভার ফটো

Image
ক্লিক করুন :➽ http://shunyokaal18.blogspot.com

শূন্যকাল ১৮ আসছে

শূন্যকাল ১৮ আসছে  শূন্যকাল - ১৮ আসছে । কবিতা এবং কবিতা নিয়ে । গুচ্ছ কবিতা  ও কবিতা সিরিজ নিয়ে এই বারের সংখ্যা সেজে উঠছে ইয়াং ট্যালেন্ট  ও সিজম ক্যাম্পেনারদের নিয়ে । থাকছে অভিজ্ঞতার ঝুলি আর নতুনের স্বাদ । তরুণ কবিদের প্রাধান্য থাকছে ।

শূন্যকাল ১৭তম সংখ্যা প্রকাশিত হলো

Image
শূন্যকাল ওয়েবজিনের ১৭তম সংখ্যা  প্রকাশিত হলো । শূন্যকাল দীপঙ্কর দত্তের ব্রেন চাইল্ড । দীপঙ্কর দত্তই একে শূন্যকাল বানিয়েছেন ।  তাঁর কবিতা, ব্যক্তি জীবন, পত্রিকা সম্পাদনা নিয়ে এক শূন্য অস্তিত্বের সাক্ষী থাকলো এই অন্তর্জাল । তাঁকে শ্রদ্ধা জানিয়ে শূন্যকাল-১৭ কে নিয়ে শুরু হলো অন্য যাত্রা । শূন্যকাল পাঠের জন্য এই লিঙ্কে ক্লিক করুন । ক্লিক করুন :➽ http://shunyokaal17.blogspot.com গদ্য লিখেছেন: ➽ রমিত দে,  দিলীপ ফৌজদার, উমাপদ কর,শুভ আঢ্য, দেবযানী বসু, বারীন ঘোষাল ,অগ্নি রায়, অনিন্দ্য সান্যাল, স্বপন রায়, জপমালা ঘোষ , ভাস্বতী গোস্বামী, সুপ্রিয় চন্দ, নীলিমা দেব , রঞ্জন মৈত্র, সৌরাংশু, সুকুমার চৌধুরী, ঋক সৌরক, অতনু বন্দোপাধ্যায় ও তুষ্টি ভট্টাচার্য কাব্যডায়েরী : ➽ পায়েলী ধর, কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য কবিতা :➽ দিলীপ ফৌজদার , নীলাব্জ চক্রবর্তী , হাসান রোবায়েত, শৌভ চট্টোপাধ্যায় , সব্যসাচী সান্যাল ,পীযূষকান্তি বিশ্বাস, তৃণা চক্রবর্তী , মুক্তি মণ্ডল, অহনা সরকার, সৌমাল্য গরাই , অনিন্দিতা ভৌমিক , বিপ্লব গঙ্গোপাধ্যায় , অনিন্দ্য রায়, রাজর্ষি চট্টোপাধ্যায়, প্রশান্ত সরকার কবিকণ্ঠে কবিতা :➽ দ