শূন্যকাল ওয়েবজিনের ২০ তম সংখ্যা প্রকাশিত হলো


শূন্যকাল ওয়েবজিনের ২০ তম সংখ্যা (ক্লিক করুন) প্রকাশিত হলো । এবার একটু দেরীতে । দের আয়া, দুরস্ত আয়া । জানাই, সমস্ত লেখক , কবি ও চিত্রশিল্পীদের এই এতটা পথ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ । যারা পাশে থেকেছেন, নিয়মিত কথা বলেছেন, পত্রিকার কাজে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ।






ক্লিক করুন :➽ http://shunyokaal.blogspot.com


এইটাই মেন পেজ । পুরানো সংখ্যাগুলোকে এরেঞ্জ করে একটা সিস্টেমের মধ্যে আনা হয়েছে । এটা পার্মানেন্ট স্ট্রাকচার । স্থায়ী হিসাবে থাকবে । এই লিঙ্কগুলো অন্য পত্র-পত্রিকায় শেয়ার করা যাবে । পুরানো সংখ্যাগুলির লিঙ্ক এখানে সংরক্ষিত করা হয়েছে । শূন্যকালের ১৯ সংখ্যার পরিবর্ত হিসাবে এই খানেও ক্লিক করা যাবে !
http://shunyokaal.blogspot.com
ক্লিক করুন :➽ http://shunyokaal20.blogspot.com

পত্রিকার সূচীঃ

গদ্য :➽ রবীন্দ্র গুহ

সাক্ষাৎকার :➽ দিলীপ ফৌজদার

সিরিজ কবিতা :➽ অনিন্দিতা ভৌমিক, অশোক তাঁতী,দেবযানী বসু, জপমালা ঘোষ রায়, পীযূষকান্তি বিশ্বাস

কবিকন্ঠে :➽ নীলাব্জ চক্রবর্তী , শুভ আঢ্য

কবিতা :➽ মুক্তি মন্ডল , প্রশান্ত বারিক, অর্ণব সাহা, বিদ্যুৎলেখা ঘোষ, উমা মন্ডল, রুপম দে, বিজয় ঘোষ, দূর্বাদল মজুমদার, নভেরা হোসেন, সব্যসাচী সান্যাল, অরুণকুমার দত্ত

চিত্রপটে:➽ রাজর্ষি চট্টোপাধ্যায়

বই কথা কউ :➽ পীযূষকান্তি বিশ্বাস

লেখাগুলি গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজড । লিঙ্কগুলো ডাইরেক্ট পেজ থেকেই শেয়ার করা যাবে । যদি কোন লিঙ্ক না খোলে বা অন্য যে কোন ভুলত্রুটি নজরে আসে, দয়া করে আমাকে ইনবক্স করে জানাবেন ।

ইমেলঃ zerohour1017@gmail.com মেল করেও জানাতে পারেন । ধন্যবাদ । 
পাঠ চলুক ।
প্রতিক্রিয়া চলুক ।

Comments

Popular posts from this blog

শূন্যকাল-১৯ প্রকাশিত হলো ।

শূন্যকাল ১৮ আসছে